ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন
নিচের কোন তথ্যটি সঠিক নয়?
ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিম্নরুপ :
ব্যাক্টেরিয়া আদিকোষী।
এদের কোষপ্রাচীর থাকে।
এরা দ্বিভাজন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে।
E.coli মল দ্বারা ছড়ায়
এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে।
ব্যাক্টেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। এ অবস্থায় এরা ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।
এরা-১৭ ডিগ্রি থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে।
ক্রোমোসোম না থাকায় মাইটোসিস ও মায়োসিস ঘটে না
উদ্ভিদবিজ্ঞান ক্লাসে, শিক্ষক এমন একটি অণুজীব নিয়ে আলোচনা করছিলেন যা আদিকোষী এবং এক ধরনের বৃত্তাকার জৈব অণুবিশিষ্ট।
কোনটি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে আবদ্ধ হয়?
ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরে থাকে-
পলিস্যাকারাইড
প্রােটিন ও লিপিড
নিউক্লিক অ্যাসিড
নিচের কোনটি সঠিক?
কোন ব্যাকটেরিয়া মুক্ত অক্সিজেন ছাড়া বাঁচে না?