ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন

নিচের কোন তথ্যটি সঠিক নয়? 

মাজদো বেগম ম্যাম

  • ব্যাকটেরিয়ার বৈশিষ্ট্য নিম্নরুপ :

  • ব্যাক্টেরিয়া আদিকোষী।

  • এদের কোষপ্রাচীর থাকে।

  • এরা দ্বিভাজন প্রক্রিয়ায় সংখ্যাবৃদ্ধি করে।

  • E.coli মল দ্বারা ছড়ায়

  • এদের অধিকাংশই অজৈব লবণ জারিত করে শক্তি সংগ্রহ করে।

  • ব্যাক্টেরিয়া প্রতিকূল পরিবেশে টিকে থাকার জন্য এন্ডোস্পোর বা অন্তরেণু গঠন করে। এ অবস্থায় এরা ৫০ বছর পর্যন্ত টিকে থাকতে পারে।

  • এরা-১৭ ডিগ্রি থেকে ৮০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাঁচে।

  • ক্রোমোসোম না থাকায় মাইটোসিস ও মায়োসিস ঘটে না

ব্যাকটেরিয়ার গঠন,প্রকারভেদ ও জনন টপিকের ওপরে পরীক্ষা দাও