প্রাচীন বাংলার ইতিহাস
নিচের কোন প্রাচীন গ্রন্থে 'বঙ্গ' কথাটির উল্লেখ আছে?
মহিদাসের ঐতরেয় আরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
ঐতরেয় আরণ্যক, ঋগ্বেদের অন্তর্গত। প্রথমে এর কোনো লিখিত রূপ ছিল না। গুরু থেকে শিষ্যের কাছে মৌখিকভাবে এ শিক্ষা পৌছে দেয়া হত। ঋষিদের কাছে যা ছিল অত্যন্ত পবিত্র।
ঋক, সাম, যজু ও অথর্ব- চারটি বেদের মধ্যে প্রথমটি ঋগ্বেদ। বেদের প্রাথমিক পাঠ বা সংকলনকে সংহিতা বলে।
ঐতরেয় আরণ্যক- এ 'বঙ্গ' নামের উল্লেখ রয়েছে। যা এখন পর্যন্ত 'বঙ্গ' নামের সবচেয়ে প্রাচীন উৎস।