৩.১১ সংকর অর্বিটল এর সাথে সমযোজী যৌগের আকৃতি সম্পর্ক
নিচের কোন যৌগটির সবগুলো বন্ধন কোন 90°?
ব্যাখাঃ
SF₆-এ কেন্দ্রীয় পরমাণু (S) 6 টি σ বন্ধন তৈরি করে 6 টি F পরমাণুর সাথে। S পরমাণুর ইলেকট্রন বিন্যাস sp³d²। sp³d² সংকরায়নে, কেন্দ্রীয় পরমাণু 6 টি σ বন্ধন তৈরি করে এবং লোন পেয়ার থাকে না। σ বন্ধনগুলো octahedral (অষ্টধাতুক) আকারে সাজানো থাকে।