ব্যাকটেরিওফাজ ও ভাইরাসজনিত রোগের লক্ষণ, প্রতিকার ও প্রতিরোধের উপায়
নিচের কোন রোগটি ভাইরাস দ্বারা হয়?
সোয়াইন ফ্লু- Swine Influenza virus (SIV) দ্বারা সৃষ্টি হয়। ২০০৯ সালের এপ্রিল মাসে সোয়াইন ফ্লু শনাক্ত করা হয়। ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের Subtype H5N, ও HN ( Hemaglutinin type-1 - Neuraminidase type-1)-এর কারণে এই ফ্লু ঘটে থাকে। এ ভাইরাস দ্বারা মানুষ ও শূকর আক্রান্ত হয়।
অপরদিকে টাইফয়েড,নিউমোনিয়া,হুপিংকাশি ব্যাকটেরিয়া জনিত রোগ।