ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
নিচের কোন লেনদেনটি নগদান বই এর জের ও পাস বই এর জেরের মধ্যে পার্থক্য তৈরি করবে?
নগদান বই ও পাশ বইয়ের জেরের গরমিলের কারণ: আমানতকারীর অজান্তে ব্যাংক কর্তৃক সম্পাদিত
লেনদেনসমূহ:
১. ব্যাংক আমানতকারীর পক্ষ হতে অর্থ আদায় করলে
২. ব্যাংক জমাকৃত টাকার উপর সুদ প্রাপ্য হলে
৩. সেবা প্রদানের জন্য ব্যাংক সার্ভিস চার্জ করলে
৪. ব্যাংক আমানতকারীর স্থায়ী নির্দেশ অনুযায়ী বীমা
প্রিমিয়াম, ঋণের সুদ, মোবাইল ফোনের বিল, ইত্যাদি প্রদান করলে
৫. দেনাদার কর্তৃক সরাসরি আমানতকারীর হিসাবে টাকা জমা হলে
৬. আদায়ের জন্য জমাকৃত চেক বা বিল প্রত্যাখ্যাত হলে
৭. ব্যাংক কর্তৃক সরাসরি কোন খরচ পরিশোধ করা হলে
ব্যাংকের অজান্তে আমানতকারী কর্তৃক সম্পাদিত লেনদেনসমূহ:
১. চেক ইস্যু করা হয়েছে, কিন্তু এখনো ব্যাংকে উপস্থাপিত হয়নি
২. ব্যাংকে জমাকৃত চেক, যা এখনো আদায় করা হয়নি
৩. নগদান বইয়ের জের নির্ণয়ে ভুল হলে
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
ক, খ, ও গ একটি অংশীদারি ব্যবসায়ের অংশীদার। তাদের মুনাফা ও ক্ষতি বণ্টনের অনুপাত ৩ : ৫ : ১। ক গ- কে নিশ্চয়তা প্রদান করেছে যে, গ কমপক্ষে ৫০,০০০ টাকা মুনাফা পাবে। ২০১৫ সালে ৩,২৪,০০০ টাকা মুনাফা হলে ক- এর প্রাপ্য মুনাফার পরিমাণ কত টাকা ?
একটি মেশিনের ক্রয়মূল্য ১,৯০,০০০ টাকা, সংস্থাপন ব্যয় ১০,০০০ টাকা, ভগ্নাবশেষ মূল্য ২০,০০০ টাকা এবং আয়ুষ্কাল ১০ বছর। ক্রমহ্রাসমান পদ্ধতিতে ২০% হারে এর অবচয় ধার্য করা হয়। ক্রমহ্রাসমান জের পদ্ধতির পরিবর্তে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হলে উপযুক্ত হিসাবকালে আর্থিক বিবরণীতে কী প্রভাব পড়বে ?
সহকারী খতিয়ানের ক্রেডিট জের দ্বারা কী বোঝায়?
কোনো খ্যাতনামা কোম্পানির নাম ব্যবহার করে তাদের পণ্য তৈরি এবং বিতরণ কার্যক্রমকে বোঝায় -