৪.৪ সম্মাবস্থা ও সাম্মাবস্থা এর গতিশীলতা
নিচের চিত্রটি লক্ষ করো এবং প্রশ্নের উত্তর দাও।

সম্মুখ বিক্রিয়ার বেগ এবং পশ্চাৎ বিক্রিয়ার বেগ সমান হলে বিক্রিয়াটি—
গ্রাফে দেখা যাচ্ছে, সময়ের সাথে সাথে H এবং I এর পরিমাণ কমে যাচ্ছে এবং HI এর পরিমাণ বাড়ছে। একসময় এমন একটা সময় আসে যখন তিনটি পদার্থের পরিমাণ আর পরিবর্তিত হয় না। এর মানে হল, সম্মুখ বিক্রিয়া এবং পশ্চাৎ বিক্রিয়া দুটিই একই হারে ঘটছে। অর্থাৎ বিক্রিয়াটি সাম্যাবস্থায় পৌঁছে গেছে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই