আদর্শ গ্যাস
নিম্নলিখিত কোন ক্ষেত্রে একটি বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?
আদর্শ গ্যাস সূত্রটি পূর্বের গ্যাস সূত্রেরই অনুসিদ্ধান্ত। বাস্তব গ্যাসগুলি কম চাপ ও উচ্চ উষ্ণতায় প্রায় আদর্শ গ্যাসের মতো আচরণ করে। কম উষ্ণতা ও চাপে বাস্তব গ্যাসগুলি আদর্শ আচরণ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়, কারণ এই সময় গ্যাসগুলি অবস্থার পরিবর্তনের মাধ্যমে ঘনীভূত হয়ে তরল কিংবা অবক্ষিপ্ত হয়ে কঠিনে পরিণত হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
শুকনো (Dry) H2 গ্যাসের চাপ কত হবে?
100°C তাপমাত্রায় 20g অক্সিজেন একটি 20 cm দৈর্ঘ্যের ঘনককে পূর্ণ করে। এক মোল অক্সিজেনের ভর 32g, ঘনকের অভ্যন্তরে অক্সিজেনের চাপ কত?
100 ডিগ্রি সেলসিয়াসে পানির বাষ্পের চাপ হয়-
আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ, আয়তন, ও তাপমাত্রার মধ্যে সম্পর্ক হচ্ছে -
PV = kT
PV =nRT
PV = RT
নিচের কোনটি সঠিক?