২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন
নিম্নলিখিত বিক্রিয়াগুলো পূর্ণ করঃ
অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে ফেনলের এস্টারকে উত্তপ্ত করলে ফেনল এস্টারের আণবিক পুনর্বিন্যাস ঘটে এবং অর্থো ও প্যারা হাইড্রক্সি কিটোন উৎপন্ন হয়। এ বিক্রিয়া ফ্রিজ পুনর্বিন্যাস নামে পরিচিত। এ বিক্রিয়ায় ইথানোয়িল মূলক (-COCH) ফেনলীয় অক্সিজেন হতে বেনজিন বলয়ের অর্থো এবং প্যারা অবস্থানে স্থানান্তরিত হয়। অধিক তাপমাত্রায় (160°C এ) অর্থো সমাণু এবং কম তাপমাত্রায় প্যারা সমাণুর পরিমাণ বেশি হয়।)
নিচের কোনটি বেনজিন বলয় সক্রিয়কারী মূলক?
নিচের বিক্রিয়াগুলি সম্পূর্ণ করো।
নিচের উক্তিগুলো লক্ষ্য কর :
অ্যানথ্রাসিন পলিনিউক্লিয়ার অ্যারোমেটিক যৌগ
বেনজিন চক্রে কার্বন-কার্বন বন্ধন দৈর্ঘ্য 0.139 nm
অ্যারোমেটিক যৌগে (4n + 2) সংখ্যক π- ইলেকট্রন উপস্থিত; n = 1, 2, 3 ইত্যাদি
নিচের কোনটি সঠিক?
হাকেল তত্ত্ব অনুসারে চাক্রিক কাঠামোতে (4n + 2) সংখ্যক সঞ্চরণশীল π ইলেকট্রন থাকলে যৌগটি অ্যারোমেটিক। এখানে 'n' হলো–