৩.১৮ ভান্ডার ওয়ালস বল
নিম্নের কোনটির ক্ষেত্রে ভ্যান্ডার ওয়ালস আকর্ষণ বল সবচেয়ে বেশি?
ভ্যানডার ওয়ালস বল অণুর আকারের উপর নির্ভর করে।অণুর আকার যত বড় হবে ইলেকট্রন মেঘের ঘনত্ব তত বেশি হবে। এ জন্য অণুর আকার বৃদ্ধির সাথে সাথে ভ্যানডার ওয়ালস আকর্ষণ বলও বৃদ্ধি পায়।তাই গ্রুপ VIIA এর মৌলের অণুর আকার ক্রমান্বয়ে বৃদ্ধি পায় বলে, ফ্লোরিনের চেয়ে ক্লোরিন ;তার চেয়ে ব্রোমিন, ও তার চেয়ে আয়োডিনের স্ফুটনাঙ্ক বেশি।
অণুসমূহ পরস্পরের অতি নিকটে আসলে অণুগুলোর মধ্যে অস্থায়ী ডাইপোল তৈরি হয় এবং আকর্ষণ ঘটে। এই আকর্ষণের কারণে গ্যাসীয় পদার্থকে চাপ বৃদ্ধি করে এবং তাপ কমিয়ে তরল করা যায়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই