প্রোগ্রামের সংগঠন
নিম্নের কোনটি user defined function ?
Main() কে user defined function বলা হয় কারণ এটি programmer-এর দ্বারা তৈরি করা হয়।
কারণসমূহ:
প্রোগ্রামের শুরু: main() ফাংশন C প্রোগ্রামের শুরু নির্দেশ করে।
প্রোগ্রামের নিয়ন্ত্রণ: main() ফাংশন প্রোগ্রামের নিয়ন্ত্রণ করে।
ব্যবহারকারী-নির্ধারিত কোড: programmer-এর ইচ্ছা অনুসারে main() ফাংশনের ভেতরে কোড লেখা হয়।
সিনট্যাক্স ভুল হলো-
i) ব্রাকেট ঠিকমতো না দেওয়া
ii) কমা না দেওয়া
iii) বানান ভুল করা
নিচের কোনটি সঠিক?
সি কম্পাইলারে বিল্ট-ইন ফাংশনগুলো কোথায় থাকে?
Int marks[5] অ্যারের প্রথম উপাদান থাকে কততম ঘরে?