প্রজননের বিভিন্ন পর্যায় ও দশা (নিষেক,গর্ভধারন,পরিস্ফুটন,বিকাশ)
নিষেকের ক্ষেত্রে প্রযোজ্য-
পিতামাতার বৈশিষ্ট্য সমন্বিত করে
ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়
জীবের বংশ রক্ষায় ধারাবাহিকতা নিশ্চিত করে
নিচের কোনটি সঠিক?
নিষেকের গুরুত্ব বা তাৎপর্য
(i) নিষেক পিতা-মাতার বৈশিষ্ট্যকে সমন্বিত করে; (ii) নিষেকের ফলে জাইগোটে জিনের নতুন সমন্বয় এবং এতে প্রকরণের সূচনা ঘটে; (iii) নিষেকের ফলে ডিম্বাণু পরবর্তী পর্যায়ের বৃদ্ধির জন্য প্রস্তুত হয়; (iv) নিষেকের ফলে ডিপ্লয়েড সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়; (v) নিষেক ডিম্বাণুর বিপাক হার ও প্রোটিন সংশ্লেষণ হার বৃদ্ধি করে; (vi) নিষেকের মাধ্যমে ভ্রূণের লিঙ্গ নির্ধারিত হয়; (vii) নিষেক জীবের বংশ রক্ষার ধারাবাহিকতা নিশ্চিত করে ।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই