নূরলদীনের কথা মনে পড়ে যায়

"নুরলদীনের কথা মনে পড়ে যায়"- কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে?

কবি সকলকে ঐক্য বদ্ধ হতে বলেছেন। দেশের স্বাধীনতার জন্য সকল জনগণ কে মুক্তির চেতনা য় উদ্বুদ্ধ হয়ে সংগঠিত হওয়ার জন্য মিনতি করেছেন কবি।

নূরলদীনের কথা মনে পড়ে যায় টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,

অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়

যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,

আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক,

"জাগো, বাহে, কোনঠে সবায়?"

উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?

কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে? সমস্ত নদীর অশ্রু অবশেষে _______ মেশে। শূন্যস্থানে কী হবে?

আবাল্য তোমার যে নিসর্গ ছিল নিদারুণ নির্বিকার, সুরক্ষিত দুর্গের মতন আমাদের প্রতিরোধে সে হলো সহায়,

ব্ল‍্যাক-আউট অমান্য করে তুমি দিগন্তে জ্বেলে দিলে

বিদ্রোহী পূর্ণিমা। আমি সেই পূর্ণিমার আলোয় দেখেছি;

আমরা সবাই ফিরছি আবার নিজস্ব উঠোন পার হয়ে নিজেদের ঘরে।

'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতায় নূরলদীনের কণ্ঠ কিসের প্রতীক?