নূরলদীনের কথা মনে পড়ে যায়
নূরলদীনের ডাকে কত খ্রিস্টাব্দে বাংলার মানুষ জেগে উঠেছিল?
'নূরলদীনের কথা মনে পড়ে যায়' কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক 'নূরলদীনের সারাজীবন' থেকে সংকলিত । ইতিহাসের প্রতিবাদী নায়ক নূরলদীনের ডাকে বাংলার মানুষ ১৭৮২ খ্রিস্টাব্দে (১১৮৯ বঙ্গাব্দে) জেগে উঠেছিল।