নূরলদীনের কথা মনে পড়ে যায়
‘নূরলদীনের সারাজীবন’ কবিতায় নূরলদীন হলো-
i. ঐতিহাসিক চরিত্র
ii. প্রতিবাদী চরিত্র
iii. চেতনাদীপ্ত চরিত্র
নিচের কোনটি সঠিক?
"নূরলদীনের কথা মনে পড়ে যায়" কবিতাটি সৈয়দ শামসুল হকের বিখ্যাত কাব্যনাটক 'নূরলদীনের সারাজীবন' শীর্ষক কাব্যনাটক থেকে সংকলিত হয়েছে। এটি এই নাটকের প্রস্তাবনা অংশ।
নাটকটির প্রস্তাবনা অংশে সূত্রধর আবেগঘন কাব্যিক বর্ণনার মাধ্যমে দর্শকদের সঙ্গে নাট্যকাহিনির সংযোগ স্থাপন করেছেন। নূরলদীন এক ঐতিহাসিক চরিত্র। রংপুর-দিনাজপুর অঞ্চলে সামন্তবাদ-সাম্রাজ্যবাদবিরোধী সাহসী কৃষকনেতা নূরলদীনের সংগ্রামের কথা ইতিহাসে লিপিবদ্ধ রয়েছে।
১৯৭১ সালের ২৫এ মার্চ কালরাত থেকে শুরু করে দীর্ঘ নয় মাস যখন এই বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয়, যখন শকুনরূপী দালালের আলখাল্লায় ছেয়ে যায় দেশ; যখন বাঙালি হারায় তার স্বপ্ন ও বাক্-স্বাধীনতা, যখন স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা- তখন মনে পড়ে ইতিহাসের প্রতিবাদী নায়ক নূরলদীনকে - এই চেতনাই কবিতাটিতে সৈয়দ শামসুল হক তুলে ধরতে চেয়েছেন। নুরলদীন মানুষের মধ্যে চেতনার জাগরণ ঘটিয়েছিল তাই সে চেতনাদীপ্ত চরিত্র।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
নুরলদীনের কথা মনে পড়ে যায়?
"নুরলদীনের কথা মনে পড়ে যায়"- কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে?
উনিশ শতকের সংঘটিত হয় সাঁওতাল বিদ্রোহ। জমিদার ও সামন্তপ্রভুদের বিরুদ্ধে সাঁওতালদের এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিধু মাঝি। ভারতবর্ষের স্বাধিকার আন্দোলনে সাঁওতাল বিদ্রোহ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্ধৃতাংশ ও "নুরলদীনের কথা মনে পড়ে যায়"- কবিতার সাদৃশ্য i. বিদ্রোহে ii. স্বাধিকার চেতনায় iii. শান্তিবাদে
বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথ আজ হয়ে যায় শৌর্য ও বীরগাথার মহান সৈনিক, যেন সূর্যসেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। উদ্দীপকের সবার সূর্যসেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি "নুরুলদিনের কথা মনে পড়ে যায়" কবিতার যে দিকগুলোর সঙ্গে সম্পর্কিত তা হলো- i. অধিকার আদায়ের নবজাগরণ ii. পূর্বসূরীর আহ্বান iii. সকলের সমন্বিত প্রয়াস