নূরলদীনের কথা মনে পড়ে যায়

‘নূরলদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক’- কেন?

RB 19

নূরলদীন একদিন কাল পূর্ণিমায়. দিবে ডাক, 'জাগো, বাহে, কোনঠে সবায়? জাগো বাহে, কোনঠে সবায় দ্বারা সংগঠিত হওয়া বোঝায়।

নূরলদীনের কথা মনে পড়ে যায় টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

নুরলদীনের কথা মনে পড়ে যায়?
"নুরলদীনের কথা মনে পড়ে যায়"- কবিতায় কবির মিনতির মাধ্যমে কোনটি ফুটে উঠেছে?
উনিশ শতকের সংঘটিত হয় সাঁওতাল বিদ্রোহ। জমিদার ও সামন্তপ্রভুদের বিরুদ্ধে সাঁওতালদের এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন সিধু মাঝি। ভারতবর্ষের স্বাধিকার আন্দোলনে সাঁওতাল বিদ্রোহ এক গুরুত্বপূর্ণ মাইলফলক। উদ্ধৃতাংশ ও "নুরলদীনের কথা মনে পড়ে যায়"- কবিতার সাদৃশ্য i. বিদ্রোহে ii. স্বাধিকার চেতনায় iii. শান্তিবাদে

বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথ আজ হয়ে যায় শৌর্য ও বীরগাথার মহান সৈনিক, যেন সূর্যসেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। উদ্দীপকের সবার সূর্যসেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি "নুরুলদিনের কথা মনে পড়ে যায়" কবিতার যে দিকগুলোর সঙ্গে সম্পর্কিত তা হলো- i. অধিকার আদায়ের নবজাগরণ ii. পূর্বসূরীর আহ্বান iii. সকলের সমন্বিত প্রয়াস