নূরলদীনের কথা মনে পড়ে যায়
‘নূরলদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক’- কেন?
নূরলদীন একদিন কাল পূর্ণিমায়. দিবে ডাক, 'জাগো, বাহে, কোনঠে সবায়? জাগো বাহে, কোনঠে সবায় দ্বারা সংগঠিত হওয়া বোঝায়।
বাংলার আপদে আজ লক্ষ কোটি বীর সেনা ঘরে ও বাইরে হাঁকে রণধ্বনি, একটি শপথ আজ হয়ে যায় শৌর্য ও বীরগাথার মহান সৈনিক, যেন সূর্যসেন, যেন স্পার্টাকাস স্বয়ং সবাই। উদ্দীপকের সবার সূর্যসেন ও স্পার্টাকাস হওয়ার ব্যাপারটি "নুরুলদিনের কথা মনে পড়ে যায়" কবিতার যে দিকগুলোর সঙ্গে সম্পর্কিত তা হলো- i. অধিকার আদায়ের নবজাগরণ ii. পূর্বসূরীর আহ্বান iii. সকলের সমন্বিত প্রয়াস