২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন

ন্যাপথালিন ও অ্যানথ্রাসিন অনুতে পাই ইলেকট্রন থাকে যথাক্রমে-

সমাধান: ন্যাফথ্যালিন (C10H8)(C_{10}H_8) এর গাঠনিক সংকেতে দুটি বেনজিন বলয় রয়েছে। এ দুটি বেনজিন বলয়ে (n = 2) পাঁচটি দ্বিবন্ধনে দশটি সঞ্চরণশীল পাই (π)(\pi) ইলেকট্রন আছে; যা হাকেল সংখ্যা (4n+ 2) = (4×2+2) = 10 কে সমর্থন করে।

এখানে 7 টি Pi bond আছে। আমরা ড্যানি ১ টি pi bond এ দুটি করে e-থাকে। তাই ৭টি Pi bond এ 14 টি করে সঞ্চারণশীল ইলেকট্রন আছে।

২.৬ aromaticity ও হাকেল তত্ব, বেনজিন টপিকের ওপরে পরীক্ষা দাও