কোয়ান্টাম সংখ্যার প্রকারভেদসমূহ
পরমাণুর চুম্বক ধর্ম ব্যাখ্যার জন্য কোন কোয়ান্টাম সংখ্যার প্রয়োজন?
স্পিন কোয়ান্টাম সংখ্যা: নিজস্ব অক্ষের চারদিকে ইলেকট্রনের ঘুর্ণনের দিক প্রকাশক কোয়ান্টাম সংখ্যা সমূহকে স্পিন কোয়ান্টাম সংখ্যা বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা বলে।
এই কোয়ান্টাম সংখ্যা, s, ফার্মিয়ন কণার বেলায় তা ±½ এর গুণিতক। ইলেক্ট্রনের বেলায় তা ½। +½ ও -½ এর মধ্যে যেকোনো একটিকে ঘড়ির কাটার দিকে ঘূর্ণায়মান ও অপরটি ঘড়ির কাটার বিপরীত অভিমুখে ঘূর্ণায়মান । এটিকে upspin ও downspin electrons ও বলা হয়।
স্পিন কোয়ান্টাম সংখ্যার (+1/2) আকর্ষণ আর (-1/2) বিকর্ষণ বোঝায়। চৌম্বক ধর্ম ও ভ্রামকের মান নির্দেশ করে এই কোয়ান্টাম সংখ্যা।
source-hazari sir book
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
প্রধান কোয়ান্টাম সংখ্যা n = 2 বিশিষ্ট অরবিটালের মধ্যে সমান সংখ্যাক জোড় ও বিজোড় ইলেকট্রন থাকলে মৌলটির নাম কি?
X, Y ও Z হলো পর্যায় সারণীর দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পর্যায়ের দ্বিতীয় গ্রুপের মৌল। এই মৌলগুলো হলো যথাক্রমে ম্যাগনেসিয়াম (Mg), ক্যালসিয়াম (Ca) এবং স্ট্রনটিয়াম (Sr)।
X, Y ও Z মৌলসমূহের শেষ কক্ষ পথে কয়টি স্পিন কোয়ান্টাম সংখ্যা থাকে?
কোনটি আকৃতি প্রকাশ করে?
সহকারী কোয়ান্টাম সংখ্যার মান '2' হলে m এর মান কতটি?