ছত্রাকের বৈশিষ্ট্য, গঠন, প্রজনন ও গুরুত্ব
পরিবেশ সংরক্ষণে ছত্রাক-
মৃত জীবদেহের পচন ঘটায়
জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরী করে
জৈব নিয়ন্ত্রক হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
Aspergillus ছত্রাক থেকে স্টেরয়েড পাওয়া যায়, এটি আরথ্রাইটিস নিরাময় করে।জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরিতে : বিভিন্ন প্রজাতির ছত্রাক থেকে বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন জৈব অ্যাসিড ও উৎসেচক তৈরি করা হয়। যেমন-Saccharomyces cerevisiae ছত্রাক থেকে ইনভারটেজ নামক উৎসেচক পাওয়া যায় । ডায়াস্টেজ ও জৈব অ্যাসিড তৈরি করতে Aspergillus ছত্রাক ব্যবহার করা হয়।
পরিবেশ সংরক্ষণে : ছত্রাক পরিবেশ থেকে বিষাক্ত দূষক পদার্থ বিশ্লিষ্ট (decompose) করে পরিবেশকে বিষাক্ত
পদার্থ থেকে দূষণমুক্ত করে। এই প্রক্রিয়াকে বায়োরিমেডিয়েশন (bioremediation) বলে। বর্জ্য পদার্থ বিশ্লিষ্ট করে ছত্রাক পরিবেশে কার্বন ও অন্যান্য মৌল ফিরিয়ে দেয় যা পরবর্তীতে উদ্ভিদ পুনরায় ব্যবহার করতে পারে।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই

অনুজীবটি ব্যবহৃত হয়-
রুটি ফুলাতে
গবেষণায় জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে
জৈব এসিড তৈরিতে
নিচের কোনটি সঠিক?
ইস্টে কোন ধরনের এনজাইম পাওয়া যায়?
Phytophthora infestans - এর মাইসেলিয়াম-
স্বচ্ছ
অশাখ
সিনোসাইটিক
নিচের কোনটি সঠিক?
থ্যালোফাইটা বিভাগের একটি স্বভোজী জীব ও একটি পরভোজী জীব একত্রে অবস্থান করে অন্য একটি জীবদেহ সৃষ্টি হয়।
উদ্দীপকের জীবদেহের ক্ষেত্রে প্রযোজ্য-
স্বভোজী জীব পরভোজী জীবে আশ্রয় গ্রহণ করে
পরভোজী জীবের রাইজয়েড এ থাকে
পরভোজী জীবের বর্জ্য স্বভোজী জীব গ্রহণ করে
নিচের কোনটি সঠিক?