৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
পর্যায় সারণিতে অধাতুগুলো কোন ব্লকে রাখা হয়?
P ব্লক এ তিন ধরনের মৌল বিদ্যমান।
ধাতু অধাতু এবং অপধাতু।
সবচেয়ে বেশি সংখ্যক মৌল অধাতু। P ব্লকে মোট ১৮ টি অধাতু বিদ্যমান। P ব্লকের মৌলসমূহকে প্রতিনিধিত্বকারী মৌল বলা হয়।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
একটি মৌলের সর্ববহিস্থ ইলেকট্রন বিন্যাস (এখানে n সর্বনিম্ন মানবিশিষ্ট)।
i. মৌলটি অবস্থান্তর নয়
ii. মৌলটি ডায়াম্যাগনেটিক
iii. এটির যৌগসমূহ রঙিন
নিচের কোনটি সঠিক?
[ব্যবহৃত প্রতীকসমূহ মৌলের বাস্তব প্রতীক নয়]
নিচের কোন মৌলগুলোকে বিরল মৃত্তিকা ধাতু (Rare Earth Metal) বলে
নিচের উদ্দীপকটি সতর্কভাবে লক্ষ করো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলো উত্তর দাও:
