গড়মিল ও বিবরণী

পাওনাদারকে ৫,৩২০/- টাকার দেওয়া চেক ভুলে নগদ বইতে ৫,২৩০/- টাকা লেখা হয়েছে। ভুলটি ব্যাংক সমন্বয় বিবরনীতে কীভাবে দেখাতে হবে?

পাওনাদারকে ৫,৩২০ টাকার চেক ভুলে নগদান বইতে ৫,২৩০ টাকা লেখার ফলে নগদান বইতে ৯০ টাকা কম বিয়োগ করা হয়েছে। এখন ব্যাংক বইয়ের সাথে মিল বা সমন্বয় করার জন্য নগদান বইয়ের জেরের সাথে ৯০ টাকা বিয়োগ করতে হবে।

গড়মিল ও বিবরণী টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question