মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়)

পাকস্থলী থেকে নিঃসৃত হাইড্রোক্লোরিক এসিডের পিএইচ কত?

আবুল হাসান স্যার

  • পাকস্থলীতে উপস্থিত অ্যাসিডের ph মান হল 1.5 - 2.5.

  • পাকস্থলীর আম্লিক পরিবেশ খাদ্য কণাগুলিকে ভেঙে ফেলার প্রক্রিয়ায় সহায়তা করে।

  • পাকস্থলীতে উপস্থিত অ্যাসিড হল হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCL)।

মানবদেহের প্রতিরক্ষা ব্যবস্থার ধারণা (প্রথম,দ্বিতীয়, তৃতীয়) টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

আমাদের দেহ ত্বক দ্বারা আবৃত। ভৌত প্রতিবন্ধক হিসেবে এটি যেমন অন্যক্রম্যতায় অংশ গ্রহণ করে তেমনি লিম্ফোসাইট রস খাওনের মাধ্যমে অন্যক্রম্যতায় অংশ নেয়।

দীনা অসুস্থবোধ করায় চিকিৎসকের শরণাপন্ন হলো।ডাক্তার থার্মোমিটার দিয়ে তার দেহের তাপমাত্রা নির্ণয় করে দেখলেন এটি ১০৩ F ছাড়িয়ে গেছে।

★দীনার মস্তিষ্কের কোন অংশ উদ্দীপ্ত হয়েছে?

শিক্ষক ক্লাসে বললেন ত্বক হলো প্রথম প্রতিরক্ষা স্তরের অন্তর্ভুক্ত এবং B লিম্ফোসাইট থেকে উৎপন্ন 'Y' আকৃতির গঠন জীবাণু ধ্বংসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জীববিজ্ঞান ক্লাসের স্যার বললেন, আমরা বুদ্ধিমত্তার সাথে জীবন ওকে প্রতিরোধ করে সুস্থভাবে বেঁচে আছে। এক্ষেত্রে প্রাথমিকভাবে জীবাণুর বিরুদ্ধে সুরক্ষা দেয় আমাদের ত্বক এবং সর্বশেষ স্তরে Y আকৃতির বিশেষ গঠন।