পাড়ার সকলের প্রিয় পল্টু। অদ্ভুত তার চরিত্র। এখনই
কারো গাছের ফল চুরি করে খেলো, তো পরক্ষণেই
শীতার্তকে নিজের গায়ের জামা খুলে দিয়ে দিলো। কখনো
গৃহস্থের গরুর গলার রশি খুলে দিয়ে মজা করছে, কখনো
মহিলাদের আড্ডায় রাবারের সাপ ছেড়ে দিয়ে আতঙ্ক সৃষ্টি
করছে, কখনো পথচারীর গায়ে সাইকেল তুলে দিয়ে
খিলখিল করে হাসছে। সেই পল্টু আবার প্রতিবেশীর
বাড়িতে হামলা করা ডাকাত দলকে একাই রুখে দিতে
লড়াই করছে। কারো বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না,
কারো অসুস্থ আত্মীয়কে হাসপাতালে নিতে হবে, কোনো
কন্যাদায়গ্রস্ত পিতার বিয়ের সব ব্যবস্থাপনা করে দিতে হবে,
কারো অন্ন-বস্ত্রের সংস্থান করতে হবে – এ সবে পল্টুই
সর্বাগ্রে।