থার্মোমিটার

পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত?

ইসহাক স্যার

যে তাপমাত্রা ও চাপে কোনও পদার্থ একইসাথে বাষ্পীয়, তরল এবং কঠিন অবস্থায় বিরাজ করতে পারে তাকে ওই বস্তুর ত্রৈধ বিন্দু বলে। যেমন ৪.৫৮ mmhg চাপে এবং ২৭৩.১৬ K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে। ঐ চাপ ও তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলে।

থার্মোমিটার টপিকের ওপরে পরীক্ষা দাও