থার্মোমিটার
পানির ত্রৈধ বিন্দুতে চাপ কত?
যে তাপমাত্রা ও চাপে কোনও পদার্থ একইসাথে বাষ্পীয়, তরল এবং কঠিন অবস্থায় বিরাজ করতে পারে তাকে ওই বস্তুর ত্রৈধ বিন্দু বলে। যেমন ৪.৫৮ mmhg চাপে এবং ২৭৩.১৬ K তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, বিশুদ্ধ পানি এবং সম্পৃক্ত জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকতে পারে। ঐ চাপ ও তাপমাত্রাকে পানির ত্রৈধ বিন্দু বলে।
চাপ দ্বারা আবদ্ধ পাত্রে তাপ সরবরাহ করাা হল। ফলে পাত্রের আয়তন থেকে পর্যন্ত বৃদ্ধি পেল। একজন ছাত্র মতামত দিল যে পাত্রের অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন । ছাত্রটি তাপমাত্রা মাপার জন্য রোধ থার্মোমিটার ব্যবহার করে। এতে বরফবিন্দু, বাষ্পবিন্দু ও আবদ্ধ পাত্রের তাপমাত্রা ছিল যথাক্রমে ও ।
তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রের উপর ভিত্তি করে তৈরি করা হয়-
ফারেনহাইট স্কেলে মৌলিক ব্যবধানকে কয়ভাগে ভাগ করা হয়েছে?