সাধারণ জ্ঞান
পায়েরা বন্দর কোন উপজেলায়?
গুরুত্বপূর্ণ কিছু তথ্য:
বাংলাদেশের সমুদ্রবন্দর
চট্টগ্রাম সমুদ্রবন্দর | → বাংলাদেশের প্রথম ও বৃহত্তম সমুদ্রবন্দর → প্রতিষ্ঠা : ১৮৮৭। → প্রতিষ্ঠাকালীন নাম : কমিশনার্স ফর দ্য পোর্ট অব চিটাগাং । → অবস্থান : চট্টগ্রামের কর্ণফুলী নদীর মোহনায় |
---|---|
মোংলা সমুদ্রবন্দর | → দেশের দ্বিতীয় সমুদ্র বন্দর। → অবস্থান: রামপাল, বাগেরহাট (পশুর নদীর তীরে)। → প্রতিষ্ঠা: ১ ডিসেম্বর, ১৯৫০ |
পায়রা সমুদ্রবন্দর | → বাংলাদেশের তৃতীয় ও স্বাধীন বাংলাদেশের প্রথম সমুদ্রবন্দর। → যাত্রা শুরু: ১৩ আগস্ট, ২০১৬। → অবস্থান: ইটাবাড়িয়া, কলাপাড়া, পটুয়াখালী । → বন্দরটি স্থাপন করা হয়: রামনাবাদ চ্যানেল সংলগ্ন আন্ধারমানিক নদীর তীরে। |
মাতারবাড়ি গভীরতম সমুদ্র বন্দর | → বাংলাদেশের ৪র্থ ও স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় সমুদ্রবন্দর। → অবস্থান: মাতারবাড়ি সমুদ্রবন্দর, মহেশখালী। → বৈশিষ্ট্য: দেশের প্রথম গভীরতম সমুদ্রবন্দর। → গভীরতা: ১৪ মিটার। → কাজ করবে: জাইকা। → আনুষ্ঠানিকভাবে চালু হবে ২০২৫ সালে |