গৃহ
পারিবারিক জীবনে যে সুখী নয়, যে নিজেকে পরিবারের একজন বলে গণ্য করতে পারে না, তার নিকট গৃহ কেমন বোধ হতে পারে না?
গল্পের কিছু লাইনঃ
পারিবারিক জীবনে যে সুখী নহে, সে নিজেকে পরিবারের একজন গণ্য বলিয়া মনে করিতে সাহসী নহে, তাহার নিকট গৃহ শান্তিনিকেতন বোধ হইতে পারে না। কুমারী, সধবা, বিধবা- সকল শ্রেণির অবলার অবস্থাই শোচনীয়।