নূরলদীনের কথা মনে পড়ে যায়
পাহাড়ি ঢলের মতো নেমে এসে সমস্ত ভাসায়,
অভাগা মানুষ যেন জেগে ওঠে আবার এ আশায়
যে, আবার নূরলদীন একদিন আসিবে বাংলায়,
আবার নূরলদীন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক,
"জাগো, বাহে, কোনঠে সবায়?"
উদ্দীপকে প্রতিফলিত চেতনা ব্যক্ত হয়েছে নিচের কোন চরণে?
“নূরলদীনের কথা মনে পড়ে যায়” কবিতায় বলা হয়েছে, যোগ্য নেতৃত্বে গণজোয়ার বা গণজাগরণ ঘটে এবং সকল অন্যায় অবিচার পাহাড়ি ঢলের মত ভাসিয়ে নিয়ে যায়।১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত থেকে শুরু করে দীর্ঘ ৯ মাস যখন এ বাংলা মৃত্যুপুরীতে রূপ নেয় , যখন শকুনরূপী দালালের আলখাল্লায় চেয়ে যায় দেশ, যখন বাঙালি স্বজনের রক্তে ভেসে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠা তখন মনে পড়ে যায় ইতিহাসের প্রতিবাদী নায়ক নূরলদীনকে। সবাইকে জেগে উঠতে বলে কবি অন্যায় অবিচারের এর বিরুদ্ধে জেগে উঠার আহ্বান জানিয়েছে ।