ত্রুটি নির্ণয়

পিছট ত্রুটি ঘটে-

i. নাট-স্ক্রুভিত্তিক যন্ত্রে

ii. বিক্ষেপ চৌম্বক মান যন্ত্রে

iii.স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে গেলে

নিচের কোনটি সঠিক?

প্রামাণিক স্যার

পিছট ত্রুটি হচ্ছে এমন একটি দুর্ঘটনা যেখানে যন্ত্রাংশের পরিমাপের সময় উক্ত যন্ত্রাংশ সঠিকভাবে ফিরে আসতে পারে না। এটি সাধারণত নাট-স্ক্রুভিত্তিক যন্ত্রে এবং স্ক্রু ক্ষয় হয়ে ঢিলা হয়ে গেলে ঘটে থাকে। নাট-স্ক্রুভিত্তিক যন্ত্রে মাপের ভুল পাঠ হতে পারে যদি পিছট ত্রুটি বিদ্যমান থাকে। স্ক্রু ক্ষয় হলে ও ঢিলা হয়ে গেলে পিছট ত্রুটির সম্ভাবনা থাকে।

অতএব, সঠিক উত্তর হল: i ও iii

সঠিক উত্তর: i ও iii (অপশন C)

ত্রুটি নির্ণয় টপিকের ওপরে পরীক্ষা দাও