যকৃত ,এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা

পিত্ত তৈরি হয় নিচের কোন অঙ্গে?

যকৃতে ডানখন্ডের নিম্নতলে পিত্তথলির অবস্থান। যকৃত কোষ(হেপাটোসাইট) অবিরাম পিত্ত ক্ষরণ করে এবং পিত্তথলিতে জমা রাখে। পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয়ে ডান ও বাম যকৃতনালি পথে অভিন্ন যকৃতনালিতে আসে এবং সিস্টিক নালি দিয়ে পিত্তথলিতে জমা হয়।

যকৃত ,এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা টপিকের ওপরে পরীক্ষা দাও