যকৃত ,এর সঞ্চয়ী এবং বিপাকীয় ভূমিকা
পিত্ত তৈরি হয় নিচের কোন অঙ্গে?
যকৃতে ডানখন্ডের নিম্নতলে পিত্তথলির অবস্থান। যকৃত কোষ(হেপাটোসাইট) অবিরাম পিত্ত ক্ষরণ করে এবং পিত্তথলিতে জমা রাখে। পিত্তরস যকৃত থেকে নিঃসৃত হয়ে ডান ও বাম যকৃতনালি পথে অভিন্ন যকৃতনালিতে আসে এবং সিস্টিক নালি দিয়ে পিত্তথলিতে জমা হয়।
যকৃত সম্পর্কে কোনটি ঠিক?
i. ভিটামিন ও লৌহ সঞ্চয় করে
ii. পিত্তরস উৎপন্ন করে
iii. বিষ অপসারণ করে
নিচের কোনটি সঠিক?
ভিটামিন A,D,E,K,B ও C কোথায় সঞ্চিত হয়?
যকৃত হলো মানবদেহের সর্ববৃহৎ গ্রন্থিময় অঙ্গ এবং দেহকে বিষাক্ত ও ক্ষতিকর পদার্থ থেকে মুক্ত রাখতে অনেক গুরুত্বপূর্ণ কাজ করে থাকে। এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ জৈবরাসায়নিক বিক্রিয়া যকৃতে সম্পন্ন হয়, এজন্যই এটি জৈব রসায়নাগার হিসেবে পরিচিত।