১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট

পিপেটের স্কেল কোন এককে দাগাঙ্কিত থাকে?

গুহ স্যার

পিপেট প্রধানত দু’প্রকার- সাধারণ পিপেট ও দাগাঙ্কিত পিপেট (graduated pipette)। সাধারণ পিপেট দু মুখ খোলা সরু একটি কাচ নল দ্বারা নির্মিত। নিচের মুখটি অপেক্ষাকৃত বেশি সরু এবং মাঝখানে মোটা বাল্ব থাকে। ওপরের দিকে নলের চার পাশে একটি দাগ দিয়ে পিপেটের আয়তন নির্ধারণ করা থাকে। বিভিন্ন পিপেট 0.5 mL থেকে শুরু করে 50 mL পর্যন্ত বিভিন্ন আয়তনের হয়ে থাকে ।

১.৫- মেজারিং সিলিন্ডার বুরেট, ফ্লাক্স,পিপেট টপিকের ওপরে পরীক্ষা দাও