পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র ও এর হরমোনাল ক্রিয়া

পুংজননতন্ত্রের সাথে সম্পর্কিত গ্রন্থি হল-

  1. প্রোস্টেট
  2. বার্থোলিন
  3. কাওপার

নিচের কোনটি সঠিক?

DB 19,মাজেদা বেগম ম্যাম

 জনন গ্রন্থি : মানুষের জনননালি সংশ্লিষ্ট নিচে বর্ণিত দুটি গ্রন্থি পাওয়া যায় ।

ক. প্রস্টেট গ্রন্থি (Prostate gland) : এটি শ্রোণিগহ্বরে মূত্রথলির নিচে অবস্থিত নাশপাতি আকৃতির গ্রন্থি এবং গোড়া ও চূড়ায় বিভক্ত । এটি পেশল ও গ্রন্থিময় টিস্যুতে গঠিত । গ্রন্থিময় টিস্যু কতকগুলো খন্ডযুক্ত । খন্ডগুলোর নালিকা ইউরেথ্রায় উন্মুক্ত হয় । এ গ্রন্থির ক্ষরণ পেশল টিস্যুর সঙ্কোচনে ইউরেথ্রায় মুক্ত হয় ।

কাজ : এ গ্রন্থি থেকে একধরনের ক্ষারীয় তরল নিঃসৃত হয় যা বীর্যরসের পরিমাণ বৃদ্ধি করে এবং যোনির ভিতরের অম্লীয় অবস্থাকে প্রশমিত করে শুক্রাণুকে বেঁচে থাকতে সহায়তা করে ।

খ. বাল্বোইউরেথ্রাল (Bulbo-urethral) বা কাও পার-এর গ্রন্থি (Cowper's gland) দুপাশে অবস্থিত দুটি মটর দানার মতো গ্রন্থি যা থেকে নালিকা বেরিয়ে ইউরেথ্রায় মিলিত হয় ।

এ গ্রন্থি হচ্ছে ইউরেথ্রার

কাজ : সঙ্গমের সময় এ গ্রন্থি থেকে মিউকাস (পিচ্ছিল পদার্থ) নিঃসৃত হয় যা যোনিপথকে পিচ্ছিল রাখে ।

পুরুষ ও স্ত্রী প্রজননতন্ত্র ও এর হরমোনাল ক্রিয়া টপিকের ওপরে পরীক্ষা দাও