পীড়ন-বিকৃতি

পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে নিচের কোন লেখচিত্রটি সঠিক?

DB 22

স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিরক,কিন্তু এমন কিছু বস্তু আছে যাদের ওপর বল প্রয়োগ করলেও তাদের কোনো বিকৃতি ঘটে না অর্থাৎ তাদের বিকৃতি প্রায় শুণ্য অর্থাৎ পুরোপুরিভাবে শুণ্য নয়। এসব বস্তু হলো পূর্ণ দৃঢ় বস্তু। তাই পূর্ণ দৃঢ় বস্তুর ক্ষেত্রে বিকৃতি প্রায় শূন্য এবং ধ্রুবক।

পীড়ন-বিকৃতি টপিকের ওপরে পরীক্ষা দাও