বিখ্যাত প্রণালী ও উল্লেখযোগ্য সীমারেখা
পূর্ব তিমুর কোন দেশ থেকে আলাদা হয়েছে?
• পূর্ব তিমুর স্বাধীনতা লাভ করে ২০ মে ২০০২।
• স্বাধীনতার পূর্বে পূর্ব তিমুর ইন্দোনেশিয়ার অধীনে ছিল।
• ১৫১৫-১৯৭৪ সাল পর্যন্ত পূর্ব তিমুর পর্তুগালের উপনিবেশ ছিল।
• পূর্ব তিমুর জাতিসংঘের ১৯১ তম সদস্য।