হৃদরোগ
পেসমেকার-
হৃদপিণ্ডে ইলেক্ট্রনিক সিগনাল সৃষ্টি করে
SAN কে পেসমেকার বলে
Li ব্যাটারি ব্যবহৃত হয়
নিচের কোনটি সঠিক?
হৃৎপিণ্ডে ইলেক্ট্রনিক সিগনাল সৃষ্টি করে স্পন্দন হার সৃষ্টি করে যে অংশটি তার নাম পেসমেকার।
SAN কে পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলে,AVN কে সংরক্ষিত পেসমেকার বলে।
একটি লিথিয়াম ব্যাটারি, কম্পিউটারাইজড জেনারেটর ও শীর্ষে সেন্সরযুক্ত কতকগুলো তার নিয়ে একটি পেসমেকার গঠিত ।
Myicardial Infarction (MI) মানবদেহের একটি মারাত্মক সমস্যা।
হৃদপেশীতে অক্সিজেন (০₂) সরবরাহ না হলে বুকে তীব্র ব্যথা, শ্বাসকষ্ট এবং ঘাম হয়।
করিমের ষাটোর্ধ বয়সী বাবার প্রায়ই বুকে ব্যাথা, ক্লান্তিভাব ও হঠাৎ মাথা ঝিমঝিম করে। পরীক্ষা-নিরীক্ষার পর ডাক্তার বললেন বক্ষ গহ্বরের মধ্যে অবস্থিত সংকোচন প্রসারণশীল অঙ্গটির দেহে রক্ত সরবরাহকারী নালীকার মধ্যে প্লাক সৃষ্টি হয়েছে। তিনি আরও বললেন- বড় আকারের অপারেশন ছাড়া বিশেষ পদ্ধতিতে এটি নিরাময় সম্ভব।
হার্ট অ্যাটাকের কারণ-
i. অ্যাটেরিওস্ক্লেরোসিস
ii. করোনারি থ্রম্বোসিস
iii. এনজাইনা
নিচের কোনটি সঠিক?