প্রতিদান
'প্রতিদান' কবিতায় কবি 'বিষে-ভরা বাণ' এর পরিবর্তে কী দেন?
যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।
যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;
কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-
'প্রতিদান' কবিতার মূল উপজীব্য হলো-
i. ক্ষমাশীলতা
ii. উদারতা
iii. পরার্থপরতা
নিচের কোনটি সঠিক?
ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কীসে?
খরস্রোতা নদীতে পড়ে ডুবে যাচ্ছিলো এক কিশোর। তাকে বাঁচাতে মধ্যবয়স্ক এক লোক নদীতে ঝাঁপিয়ে পড়লেন। লোকটা নিজের জীবন বিপন্ন করে সেই কিশোরকে তুলে আনলেন নদী থেকে। ছেলেটি কোনো কথা না বলে চলে গেলো।
উদ্দীপকের মধ্যবয়স্ক লোকটির আচরণ 'প্রতিদান' কবিতার সঙ্গে কীভাবে প্রাসঙ্গিক?
ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কীসে?