প্রতিদান

'প্রতিদান' কবিতায় কবি 'বিষে-ভরা বাণ' এর পরিবর্তে কী দেন?

CB 24

যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি।

যে মোরে দিয়েছে বিষে-ভরা বাণ,

আমি দেই তারে বুকভরা গান;

কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম-ভর,-

প্রতিদান টপিকের ওপরে পরীক্ষা দাও