প্রতিদান
'প্রতিদান' কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে?
'প্রতিদান' কবিতাটি কবি জসীমউদ্দীনের “বালুচর” কাব্যগ্রন্থ থেকে সংকলিত।
কবিতার কিছু চরণ-
পথে পথে আমি ফিরি তার লাগি,
দীঘল রজনী তার তরে জাগি’ ঘুম যে হরেছে মোর;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর ।
আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,
রফিকের ঘর পুড়িয়ে দেয় শফিক, রফিক প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়। একদিন সুযোগ বুঝে সে শফিকের ঘর পুড়িয়ে দেয়।
উদ্দীপকের রফিকের সাথে 'প্রতিদান' কবিতার কার বৈসাদৃশ্য রয়েছে?
'বিষে ভরা বান' নিক্ষেপকারীকে কবি প্রতিদান দিতে চান কী দিয়ে?
'আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি- বলতে বোঝানো হয়েছে-
i. ক্ষমাশীলতা
ii. সহনশীলতা
iii. পরার্থপরতা
নিচের কোনটি সঠিক?
রফিকের ঘর পুড়িয়ে দেয় শফিক, রফিক প্রতিশোধ নেওয়ার জন্য তৎপর হয়। একদিন সুযোগ বুঝে সে শফিকের ঘর পুড়িয়ে দেয়।
'প্রতিদান' কবিতার প্রেক্ষাপটে রফিক একজন-
i. অমানবিক মানুষ
ii. সামাজিক মানুষ
iii. অসহিষ্ণু মানুষ
নিচের কোনটি সঠিক?