প্রতিদান

'প্রতিদান' কবিতায় কেমন রজনী জাগার কথা বলা হয়েছে?

MB 24

'প্রতিদান' কবিতাটি কবি জসীমউদ্দীনের “বালুচর” কাব্যগ্রন্থ থেকে সংকলিত।

কবিতার কিছু চরণ-

পথে পথে আমি ফিরি তার লাগি,

দীঘল রজনী তার তরে জাগি’ ঘুম যে হরেছে মোর;

আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর ।

আমার এ কূল ভাঙিয়াছে যেবা আমি তার কূল বাঁধি,

প্রতিদান টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো