নিউরন,স্নায়ুতন্তের শ্রেনিবিন্যাস,মস্তিষ্কের গঠন কাজ
প্রতিবর্তী ক্রিয়া-
i. সুষুম্না কাণ্ড নিয়ন্ত্রিত
ii. মস্তিষ্ক নিয়ন্ত্রিত
iii. অনৈচ্ছিক আচরণ
নিচের কোনটি সঠিক?
প্রতিবর্ত ক্রিয়া (Reflex action)
মস্তিষ্ক হচ্ছে দেহের সকল কাজ নিয়ন্ত্রণের কেন্দ্র । দেহের কোনো অংশে মশা বসলে সংবেদী স্নায়ু (sensory nerve) দিয়ে সেই সংবাদ মস্তিষ্কে পৌঁছে । মস্তিষ্ক তখন চেষ্টীয় স্নায়ু (motor nerve) দিয়ে হাতের পেশিকে নির্দেশ প্রদান করে, ফলে আমরা হাতটি সরিয়ে নিই অথবা মশাকে মারতে চেষ্টা করি । কিন্তু অনেক সময় কোনো জরুরি প্রয়োজনে এ নির্দেশ মস্তিষ্কের পরিবর্তে সুষুম্না কাণ্ড বা স্পাইনাল কর্ড (spinal cord) দ্বারা নিয়ন্ত্রিত হয়। যেমন- তীব্র আলোতে চোখের পাতা দুটি তাৎক্ষণিতভাবে বন্ধ হয়ে যায়, গরম ইস্ত্রিতে হাত পড়লে চট করে হাত দূরে সরে যায়। এসব জরুরি প্রক্রিয়াগুলো অনৈচ্ছিক এবং স্পাইনাল কর্ড দিয়ে নিয়ন্ত্রিত । এ প্রক্রিয়াগুলো হলো প্রতিবর্ত ক্রিয়া । ঘুমন্ত অবস্থায় মস্তিষ্ক নিষ্ক্রিয় অবস্থায় থাকে, ঐ সময় মশা কামড়ালে আমরা হাত, পা সরিয়ে নেই । এগুলো স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয় । সুতরাং এটিও এক রকম প্রতিবর্ত ক্রিয়া । কোন উদ্দীপকের প্রভাবে মস্তিষ্কের নির্দেশ ছাড়াই স্বতঃস্ফুর্তভাবে পেশি বা কোন অঙ্গে যে অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তাকে প্রতিবর্ত ক্রিয়া বলে। প্রতিবর্ত ক্রিয়া সুষুমা কাণ্ডের নিয়ন্ত্রণে প্রতিবর্ত চক্র নামক এক বিশেষ সংক্ষিপ্ত স্নায়ু পথ দিয়ে ঘটে থাকে ।
প্রতিবর্ত ক্রিয়ার বৈশিষ্ট্য : (i) সাধারণত অধিকাংশ প্রতিবর্ত ক্রিয়াই সরল প্রকৃতির, কারণ একটি উদ্দীপকের প্রয়োগ দ্বারা মাত্র একটি প্রতিক্রিয়া ঘটে । (ii) এ ক্রিয়া অনৈচ্ছিক, স্বয়ংক্রিয় (autonomic) এবং সহজাত (innate) বা জন্মগত । (iii) এর পিছনে কোন পূর্ব পরিকল্পনা থাকেনা । (iv) লক্ষ বা পরিনাম চিন্তার দ্বারাও এটি পরিচালিত হয় না । (v) কোনোরূপ পরিবর্তন ছাড়াই এর পুনরাবৃত্তি ঘটতে পারে, তাই এটি স্টেরিওটাইপ (stereotype) ধরনের আচরণ । (vi) এ ক্রিয়া প্রাণীর আত্মরক্ষাসহ অন্যান্য কাজে (আকস্মিক দুর্ঘটনা, মস্তিষ্কের অতিরিক্ত কাজের চাপ ইত্যাদি) সহায়ক ভূমিকা পালন করে । (vii) প্রতিবর্ত ক্রিয়া খুব দ্রুত গতিতে বা স্বল্পতম সময়ে সম্পন্ন হয় । (viii) যে উদ্দীপকের কারণে প্রতিবর্ত ক্রিয়া শুরু হয়, সেই উদ্দীপক ক্রিয়াশীল থাকা পর্যন্ত এর কার্যক্রম চালু থাকে । (ix) এ ক্রিয়া সহজে সংশোধিত বা পরিবর্তিত হয়না । (x) উদ্দীপক দ্বারা সার্বক্ষণিকভাবে নিয়ন্ত্রিত হওয়ার প্রয়োজন হয় না ।