৩.২ ব্লক মৌলের সাধারণ ধর্মাবলম্বী
প্রতীকসমূহ প্রচলিত অর্থ বহন করে।
নিচের কোনগুলো সঠিক তথ্য?
i. গলনাঙ্কের ক্ষেত্রে
ii. আয়নটি ডায়াম্যাগনেটিক
iii. মৌলটি রঙিন যৌগ গঠন করেন
নিচের কোনটি সঠিক?
i. গলনাঙ্কের ক্ষেত্রে X>Y
X ও Y হল একই d-অরবিটালের ইলেকট্রন, শুধু স্পিন ভিন্ন।
গলনাঙ্কের সাথে সরাসরি ইলেকট্রনের স্পিনের সম্পর্ক নেই।
তাই i নম্বরটি সঠিক নয়।
ii. Y2+ আয়নটি ডায়াম্যাগনেটিক
ডায়াম্যাগনেটিক মানে — সব ইলেকট্রন জোড়ায় জোড়া (no unpaired electrons)।
এখন Y এর ইলেকট্রন (3d অরবিটালে) যদি 2 ইলেকট্রন বেরিয়ে যায় (যেমন Y. তবে দেখি:
সাধারণত প্রথমে 4s থেকে এবং পরে 3d থেকে ইলেকট্রন বের হয়।
যদি Y মূল মৌল হয় d-অরবিটালে, তবে তার আয়ন Y2+ হওয়ার পর d-অরবিটালে অবশিষ্ট ইলেকট্রনগুলি যদি জোড়া থাকে, তাহলে হবে ডায়াম্যাগনেটিক।
কিন্তু এখানে নির্দিষ্টভাবে বলা হয়নি কতগুলো ইলেকট্রন আছে।
যেহেতু প্রশ্নে ধারণা দেওয়া আছে (spin +1/2, একক ইলেকট্রন ছিল), তাই ২ ইলেকট্রন বেরিয়ে গেলে সব ইলেকট্রন জোড়া হতে পারে এবং Y²⁺ ডায়াম্যাগনেটিক হতে পারে।
➡️ তাই ii সঠিক।
iii. Y মৌলটি রঙিন যৌগ গঠন করেন
d-অরবিটালে অসম্পূর্ণ ইলেকট্রন থাকলে (unpaired d-electron), তখন আলো শোষণ এবং রঙিনতা দেখা যায়।
এখানে Y-এর স্পিন +1/2 মানে Y-তে অসম্পূর্ণ d-ইলেকট্রন আছে।
তাই Y রঙিন যৌগ গঠন করতে পারে।
➡️ তাই iii সঠিক।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই