তথ্য প্রযুক্তি,গণমাধ্যম ও পত্র-পত্রিকা
প্রধানত কোন সফটওয়্যার- এর মাধ্যমে সার্চ ইঞ্জিনসমূহ তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে?
• সার্চ ইঞ্জিন হল এক ধরনের সফটওয়্যার সিস্টেম যা ইন্টারনেট এর মাধ্যমে তথ্য খুজে পেতে আমাদের সহায়তা করে।
• সার্চ ইঞ্জিনের জনক হলেন- এলান এমটাজ।
• বহুল ব্যবহৃত সার্চ ইঞ্জিন- Google, Yahoo, MSN, Bing, ডগপাইল, আলটা ভিসটা, পিপীলিকা।
• বাংলাদেশের প্রথম সার্চ ইঞ্জিন- পিপীলিকা।
• পিপীলিকা আনুষ্ঠানিকভাবে যাত্র শুরু করে- ১৩ এপ্রিল, ২০১৩ সালে।
• একটি সার্চ ইঞ্জিন ৩টি প্রধান সফটওয়্যার এর মাধ্যমে তাদের কর্মকাণ্ড সম্পন্ন করে থাকে।
• সফটওয়্যারগুলো হলো- ওয়েব ক্রোলার (Web Crawler) বা Spider software, ইনডেক্স সফটওয়্যার (Index Software), (কুয়েরি সফটওয়্যার) Query Software.