AI,robotics,virtual reality

প্রযুক্তির যে শাখা রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নে সংশ্লিষ্ট তাকে কী বলে?

প্রযুক্তির যে শাখা রোবটের ধারণা, নকশা, উৎপাদন, কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়নে সংশ্লিষ্ট তাকে বলে রোবটিক্স।

বায়োমেট্রিক্স হলো দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্যের পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি।

বায়োইনফরমেটিক্স জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয়।

আর বিহেভিয়ার হলো আচরণ।

AI,robotics,virtual reality টপিকের ওপরে পরীক্ষা দাও

এখনো না বুঝতে পারলে ডাউটস এ পোস্ট করো

পোস্ট করো

Related question

অভ্যন্ত গোপনে শত্রুপক্ষের শিবিরে আঘাত হানার জন্য কোনটি ব্যবহার করা হয়?

ভার্চুয়াল রির্য়েলিটি পরিবেশ তৈরিতে কোনটি প্রয়োজন?

সমুদ্রের তলদেশে যেকোনো অনুসন্ধানী কাজ ও নদী বা সমুদ্রের নিচে টানেল নির্মাণে কোনটির সহায়তা নেওয়া হয়?

“ডিপব্লু কম্পিউটার এর নিকট বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু গ্যারি কাসপারাভ হেরে গেলেন”। পত্রিকায় হেডলািইনটি আইমানকে ভীষণভাবে আকৃষ্ঠ করে। পরবর্তীতে সে জানতে পারে- তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, হাঁটতে পারে, স্পর্শনুভূতি আছে ইত্যাদি গুণাবলী সম্পন্ন একটি যন্ত্র আছে। উদ্দীপকের যন্ত্রটিকে ব্যবহার করা যাবে- i) বিপদজনক গবেষণায় ii) ঝুঁকিপূর্ণ নির্মাণ কাজে iii) কম্পিউটার ভাইরাস নিয়ন্ত্রণে নিচের কোনটি সঠিক?