cryosurgery
প্রযুক্তি নির্ভর ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে চিকিৎসকদের জন্য প্রযোজ্য-
i. ক্রায়োজনিক এজেন্ট
ii. ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ
iii. ক্রায়োপ্রোব
নিচের কোনটি সঠিক?
ক্রায়োসার্জারি হল ঠান্ডা বা হিমায়িত অবস্থার মাধ্যমে কোষ বা টিস্যু ধ্বংস করার একটি চিকিৎসা পদ্ধতি। এই প্রযুক্তি নির্ভর চিকিৎসা পদ্ধতিতে নিচের উপাদানগুলো গুরুত্বপূর্ণ—
ক্রায়োজনিক এজেন্ট (i): যেমন Liquid Nitrogen বা Argon gas ব্যবহার করে টিস্যু হিমায়িত করা হয়।
ভার্চুয়াল রিয়েলিটি প্রশিক্ষণ (ii): চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির জন্য আধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণ দেওয়া হয়।
ক্রায়োপ্রোব (iii): হিমায়িত তরল টিস্যুতে প্রয়োগ করতে ব্যবহৃত যন্ত্র।
সঠিক উত্তর:
ক) i, ii এবং iii