প্রোগ্রামের সংগঠন
প্রোগ্রাম অপারেটরকে কী হিসেবে গ্রহণ করে?
অপারেটর (Operator) : যে সব চিহ্ন ব্যবহার করে সি ভাষায় বিভিন্ন গাণিতিক ও যুক্তিমূলক নির্দেশ দেয়া হয়, তাকে অপারেটর বলে। এসব অপারেটর গুলো প্রোগ্রামের চলক, ধ্রুবক প্রভৃতিকে অপারেন্ড হিসেবে ব্যবহার করে।আর প্রোগ্রাম অপারেটর কে টোকেন হিসেবে গ্রহন করে।