শৈবাল ও ছত্রাকের সহাবস্থান
ফটোবায়োন্ট ও মাইকোবায়োন্ট নামক দুটি জীবীয় উপাদান সম্মিলিতভাবে ধূসর বা সাদা অথবা কমলা-হলুদ বর্ণের সমাঙ্গদেহী এমন একটি জীবগোষ্ঠী উৎপন্ন করে যাদেরকে পরিবেশ দূষণ নির্দেশকও বলা হয়।
নিচের কোনটি লাইকেনের জন্য সঠিক?
i. ছত্রাক হচ্ছে লাইকেনে মাইকোবায়োন্ট
ii. এটি একটি হেলোটিজম ধরনের মিথোজীবিতা
iii. এদের রাইজাইন আছে
নিচের কোনটি সঠিক?
মিনা কাঁঠাল গাছের কাণ্ডে যুক্ত অনেকটা বৃত্তাকার থ্যালাস লক্ষ করল। সবুজ ও অসবুজ দু'ধরনের উদ্ভিদের সহঅবস্থানের ফলে এটি সৃষ্ট। কয়েকদিন পর মিনা তাদের গোয়াল ঘরের পেছনে সাদাটে 'ছাতার ন্যায় উদ্ভিদ জন্মাতে দেখল।
গ্রুপ 'A' = থ্যালোফাইটিক, সবুজ কিন্তু জননাঙ্গ এককোষী। গ্রুপ ‘B' = থ্যালোফাইটিক ও অসবুজ।