রক্ত জমাট বাধা, প্লাজমা ও লসিকা তন্ত্র
ফারিনের হাত আপেল কাটতে গিয়ে কেটে গেল। এর ফলে সেখান থেকে লাল তরল পদার্থ বের হল । এতে এক ধরনের Y আকৃতির জৈব রাসায়নিক পদার্থ আছে যা তার দেহের রোগ প্রতিরোধ করে।
ইন্টারফেরন কী?
Rh ফ্যাক্টর বলতে কী বোঝ?
উদ্দীপকে ফারিনের লাল তরল পদার্থ বন্ধ হওয়ার কৌশল ব্যাখ্যা করো ।
উদ্দীপকে উল্লিখিত রোগ প্রতিরোধী উপাদানের কার্যপদ্ধতি বিশ্লেষণ করো।
প্লাজমা প্রোটিনের উপাদান কোনগুলো?
RBC তে ঋণাত্মক আয়নের ঘাটতি দেখা দিলে প্লাজমা হতে ক্লোরাইড আয়ন RBC তে প্রবেশ করে। এটি বর্ণনা করেন।
রক্তরসের প্রোটিন কোনটি?