হৃদপিন্ড,কপাটিকা এবং কার্ডিয়াক চক্র
ফুসফুস থেকে O2 যুক্ত রক্ত দেহ পর্যন্ত পৌঁছায় কোন পথে?
ডান ভেন্ট্রিকল → পালমোনারি ধমনি → ফুসফুস → পালমোনারি শিরা→ বাম অ্যাট্রিয়াম→বাম ভেন্ট্রিকল
কাজ : এ সংবহনের মাধ্যমে CO2-সমৃদ্ধ রক্ত ফুসফুসে প্রবেশ করে। সেখানে অ্যালভিওলাসে ব্যাপন প্রক্রিয়ায় গ্যাসের বিনিময় ঘটে ফলে O2-সমৃদ্ধ রক্ত শিরার মাধ্যমে হৃৎপিণ্ডে ফিরে আসে ।
বিভিন্ন কপাটিকা ও নোডের ক্রিয়ায় আমাদের হূৎপিণ্ড স্বয়ংক্রিয় এবং স্বতস্ফূর্তভাবে চলতে থাকে।
উদ্দীপকে ট্রাইকাসপিড কপাটিকা পৃথক করে-
মানব হৃৎপিণ্ড একটি স্বয়ংক্রিয় পাম্প অঙ্গ যা একটি পর্যায়ক্রমিক চক্রের মাধ্যমে সমগ্র দেহে রক্ত সরবরাহ করে। ফুসফুস ঐ রক্ত পরিশোধনের একটি উল্লেখযোগ্য প্রকোষ্ঠ।
হৃৎপিণ্ডের আবরণীকে কি বলে? হৃদপেশির বৈশিষ্ট্য লিখ।