ফেব্রুয়ারি ১৯৬৯
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় যে শিল্পভাষ্য ফুটে উঠেছে।
• ১৯৬৯ সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে সংঘটিত গণঅভ্যুত্থানের অখন্ড চিত্র 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতাটি। গণজাগরণমূলক এই কবিতায় কবির স্বদেশপ্রীতি ও সংগ্রামী চেতনার রূপ ফুটে উঠেছে।কবিতাটিতে বাঙালির মুক্তির আকাঙ্ক্ষা ও সংগ্রামের চেতনা গভীরভাবে প্রকাশ পেয়েছে, যা তৎকালীন সমাজের রাজনৈতিক ও সামাজিক সংগ্রামের প্রতিফলন।
Ai এর মাধ্যমে
১০ লক্ষ+ প্রশ্ন ডাটাবেজ
প্র্যাকটিস এর মাধ্যমে নিজেকে তৈরি করে ফেলো
উত্তর দিবে তোমার বই থেকে ও তোমার মত করে।
সারা দেশের শিক্ষার্থীদের মধ্যে নিজের অবস্থান যাচাই
'চতুর্দিকে' মানবিক বাগান, কমলবন হচ্ছে তছনছ'- পঙ্ক্তিটি দ্বারা বোঝানো হয়েছে-
i. শাসকের অত্যাচার
ii. স্বৈরতান্ত্রিক মনোভাব
iii. অত্যন্ত নিষ্ঠুরতা
নিচের কোনটি সঠিক?
'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কে শূন্যে ফ্লাগ তোলে?
মনে পড়ে বায়ান্নর একুশে ফেব্রুয়ারি,
লাখো বাঙালির কাতর চিত্তে করুণ আহাজারি,
একুশ তুমি বাংলার মানুষের হৃদয়ভরা আশা,
তোমার কারণে পেয়েছি আজ কাঙ্ক্ষিত মাতৃভাষা,
রক্ত ঝরাল, সালাম, বরকত, রফিক, শফিক জব্বার,
বায়ান্নর সেই করুণ কাহিনি মনে পড়ে বরাবর,
স্মৃতির পাতায় ভেসে ওঠে সে বিষণ্ণ দিনের কথা..
যত ভাবি ততই যেন মনে পাই বড়ো ব্যথা।
'কমলবন' শব্দটিকে কবি 'ফেব্রুয়ারি ১৯৬৯' কবিতায় কী হিসেবে ব্যবহার করেছেন?