৪.৩ ফ্যারাডে এর প্রথম সূত্র

ফ্যারাডের সূত্র প্রযোজ্য -

  1. ধাতু নিষ্কাশনে 

  2. তড়িৎ প্রলেপনে  

  3. ধাতু বিশুদ্ধকরনে

নিচের কোনটি সঠিক? 

কবীর স্যার

⦿ ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা:

(i) ফ্যারাডের সূত্র তড়িৎ বিশ্লেষ্য-দ্রবণে ও গলিত তড়িৎ-বিশ্লেষ্যের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য।

(ii) ফ্যারাডের সূত্রের উপর চাপ ও দ্রবণের ঘনমাত্রার বিশেষ কোনো প্রভাব নেই। তবে তাপের প্রভাব আছে, উত্তপ্ত অবস্থায় তড়িৎ বিশ্লেষ্যের পরিবহন সহজ হয়।

⦿ ফ্যারাডের সূত্রের সীমাবদ্ধতা:

(i) ফ্যারাডের সূত্র কেবলমাত্র তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর বেলায় প্রযোজ্য। ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে প্রযোজ্য নয়; কারণ এক্ষেত্রে জারণ-বিজারণ ঘটে না।

(ii) যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে তড়িৎ প্রবাহিত হয়, শুধুমাত্র সে সব ক্ষেত্রে ফ্যারাডের সূত্র শতভাগ প্রযোজ্য।

(iii) কোনো তড়িৎ-বিশ্লেষ্যে এক সাথে একাধিক জারণ-বিজারণ ঘটলে ফ্যারাডের সূত্রের গণনার ক্ষেত্রে ত্রুটি ঘটবে।

৪.৩ ফ্যারাডে এর প্রথম সূত্র টপিকের ওপরে পরীক্ষা দাও