বঙ্গবন্ধু ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে ?
40th BCS
তফসিল অর্থ বৃত্তান্ত, বিবিরণ বা দলিল ।
আইনের যে সকল ধারা সংবিধানে নেই তা বিশেষ ভাবে সংবিধানে সংযুক্ত করলে তাকে তফসিল বলে।
বাংলাদেশ সংবিধানে ৭টি তফসিল আছে।
বর্তমানে ২য় তফসিল কার্যকর নেই।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষনা ৬ষ্ঠ তফসিলে আছে।
সপ্তম তফসিলে অস্থায়ী সরকার কর্তৃক জারিকৃত স্বাধীনতার ঘোষনা পত্র
সংযুক্ত করা হয়।