শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বর্তমানে কোনটি ছাড়া বিজ্ঞানী বা গবেষকরা গবেষণার কথা চিন্তাও করতে পারেন না?

বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ছাড়া বিজ্ঞানী বা গবেষকরা গবেষণার কথা চিন্তাও করতে পারেন না।তথ্য ও উপাত্তের সংরক্ষণ এবং প্রক্রিয়া, জটিল হিসাৰ, সিমুলেশন কিংবা যন্ত্রপাতি পরিচালনা এবং নিয়ন্ত্রণ, সেগুলো থেকে ভেটা সংগ্রহ এর প্রতিটি ধাপেই তথ্য প্রযুক্তি বড় ভূমিকা রেখে থাকে। বিজ্ঞানী বা গবেষকেরা তাঁদের চিন্তাধারা ইন্টারনেটের মাধ্যমে একে অন্যের কাছে প্রকাশ করতে পারেন, আলোচনা করতে পারেন কিংবা নিরবচ্ছিন্নভাবে যোগাযোগ রক্ষা করতে পারছেন। শারীরিকভাবে উপস্থিত না থেকেও একজন গবেষক সেমিনার বা কনফারেন্সে নিজের গবেষণা প্রকাশ করতে পারেন কিংবা অন্যের গবেষণা সম্পর্কে জানতে পারেন।

প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে Virtual Reality বলে।বায়োমেট্রিক্স (Biometrics) হলো যে প্রযুক্তির সাহায্যে ব্যক্তির দেহের শারীরিক গঠন এবং বিভিন্ন ধরণের আচরণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কোনো ব্যক্তিকে চিহ্নিত বা সনাক্ত করা যায়।ডিজিটাল ইলেকট্রনিক্স হলো বাইনারী নাম্বার বেইজড ইলেকট্রনিক্স।

শিক্ষা ও চিকিৎসা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি টপিকের ওপরে পরীক্ষা দাও