বাংলাদেশের জলবায়ু ও ভূ-প্রকৃতি

বাংলাদেশের টারশিয়ারি ভূমিরূপ কী দ্বারা গঠিত?

JU- B 15-16

টারশিয়ারি যুগের গঠিত পাহাড়সমূহ বেলে পাথর, স্লেট পাথর ও কর্দমের সংমিশ্রণে গঠিত। মায়ানমারের দিক হতে গিরিজনি আলোড়নের প্রভাবে ও ধাক্কায় সম্ভবত রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং পাহাড়ি এলাকাগুলোর সৃষ্টি হয়।

বাংলাদেশের জলবায়ু ও ভূ-প্রকৃতি টপিকের ওপরে পরীক্ষা দাও