বাংলাদেশের স্বাস্থ্য ও চিকিৎসা ব্যবস্থা
বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের নাম কী?
• বাংলাদেশের প্রথম ভাসমান হাসপাতালের- জীবনতরী।
• 'জীবন তরী' হাসপাতালে প্রতিবন্ধীদের চিকিৎসা করা হয়।
• 'জীবন তরী' ভাসমান হাসপাতাল প্রতিষ্ঠা করেন- ইমপ্যাক্ট ফাউন্ডেশন।
• জীবন তরী যাত্রা শুর করে কবে- ১০ এপ্রিল, ১৯৯৯ সালে মুন্সিগঞ্জ জেলার মাওয়া থেকে।
• দেশের দ্বিতীয় ভাসমান হাসপাতাল- লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল।
• দেশের তৃতীয় ভাসমান হাসপাতাল- এমিরেটস ফ্রেন্ডশিপ হাসপাতাল।
• দেশের ৪র্থ ভাসমান হাসপাতাল- রংধনু (উদ্বোধন ১৪ নভেম্বর ২০১২)।
• সর্বশেষ ভাসমান হাসপাতাল যাত্রা শুরু করে- বিদ্যানন্দের (১ সেপ্টেম্বর, ২০২০ সালে)।
• বিশ্বের একমাত্র উড়ন্ত চক্ষু হাসপাতাল- অরবিস ইন্টারন্যাশনাল।